শাকিবের সঙ্গে ‘সম্পর্ক’ কী, রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:২৫ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বেশ কয়েকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নতুন আরো কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও শুরু হয়েছে গুঞ্জন।
অনেকেই প্রশ্ন তুলছেন, কিছুদিন পর পর শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কী? সম্প্রতি একটি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে মিষ্টি জান্নাত বলেন, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা উচিত।
আরও পড়ুন: সহকর্মীদের আয়োজনে তানিনের দোয়া মাহফিল, শিল্পী সমিতি কোথায়?
তিনি বলেন, আমি সবাইকে পরিষ্কার করতে চাই- শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?
মিষ্টি জান্নাত বলেন, আমি আসলে বেশি কথা বলতে চাই না। কারণ একটা কথা বলি, আর এক একটা অ্যাঙ্গেলে এ নিউজ করে, এগুলো খুবই বিব্রতকর। ব্যাপারটি হচ্ছে যে, সবই ঠিক আছে। কিন্তু এমন এমন ক্যাপশন দেয়! আমি অতকিছু বলতে চাই না। শুধু কম বলতে চাই, ক্যাপশন কম হোক।
আরও পড়ুন: ডিবি হারুন ব্যক্তিগতভাবে ফোন দিয়ে ডাকতেন: ডা. সাবরিনার
এই অভিনেত্রী বলেন, শাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লিখে আমি অনুরোধ করে ছবি তুলেছি, অনেকে বলে প্রেম করার জন্য ছবি তুলেছি। এখন যদি আমি বলি, সে (শাকিব খান) আমার বন্ধু। অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র।
এখন যদি আমি বলি, সে আমার বয়ফ্রেন্ড, তাহলে অনেকে বলবে তার দুইটা স্ত্রী ও বাচ্চা আছে। তাহলে আমার আসলে কী বলা উচিত? সে আমার সিনিয়র সহকর্মী। সে মেগাস্টার। তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি, ছবি পোস্ট করতেই পারি। এটাই বলবো বলেও জানান মিষ্টি।
এমএল/