পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:০৪ পিএম, ২৮শে ডিসেম্বর ২০২২

অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ইমেইলের মাধ্যমে বিসিবিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।
বুধবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, বড়দিনের ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় আছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার এক ই-মেইল বার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ থেকে তিনি পদত্যাগের বিষয়টি জানান।
জালাল ইউনূস আরও বলেন, ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর নিজের এমন সিদ্ধান্ত জানিয়েছেন ডমিঙ্গো।
জেবি/এসবি