পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের
বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২০ জন কথিত
সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার
(৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া বিভাগ থেকে এই তথ্য
জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বিবৃতিতে
জানানো হয়, ‘বেলুচিস্তান প্রদেশের
পাঞ্জগুর ও নওশকি এলাকায়
নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ
অভিযানে ২০ জন কথিত
সন্ত্রাসী নিহত হয়েছে।
সম্প্রতি
ওই প্রদেশের কেচ জেলায় একটি
নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে ‘সন্ত্রাসীদের’ হামলায় ১০ সেনাসদস্য নিহত
হন। এরপরই অভিযানে নামে দেশটির নিরাপত্তা
বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য,
চলতি মাসের শুরুতে দেশটিতে হামলায় এক সেনা সদস্য
নিহত হন। এর আগে
গত ৫ জানুয়ারি সন্ত্রাসীদের
হামলায় আরও ২ সেনা
সদস্য নিহত হন। এরপর
দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর
তল্লাশি চৌকিতে হামলায় আরও ১০ সেনাসদস্য
নিহত হন। এসব ঘটনার
পর নড়েচড়ে বসে দেশটির প্রশাসন।
ওআ/