মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৫৯ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২


মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আগামী ২০২৩ সালের জানুয়ারিতে সাউথ আফ্রিকার মাটিতেই বসছে মেয়েদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। 


বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এই টুর্নামেন্টের জন‌্য  ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিকেএসপি’তে পড়ুয়া দিশা বিশ্বাসের নেতৃত্বে খেলবে জুনিয়র টাইগ্রেস টিম। বয়সভিত্তিক আসরের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের ৩ ক্রিকেটার।


অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাংলাদেশ দল: 

দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তর (সহ-অধিনায়ক), রাবেয়া, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি সরকার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, ইভা।


স্ট্যান্ডবাই:

সুবর্না কর্মকার, নিশিথা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।


জেবি/এসবি