পাকিস্তানের এগিয়ে যাওয়া ভারত হজম করতে পারেনি: রমিজ রাজা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:২৬ এএম, ৩০শে ডিসেম্বর ২০২২


পাকিস্তানের এগিয়ে যাওয়া ভারত হজম করতে পারেনি: রমিজ রাজা
রমিজ রাজা

পিসিবি চেয়ারম্যান থেকে রখাস্ত হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না রমিজ রাজা। এবার একরকম ভারতের দিকে আঙুল তুললেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।


পাকিস্তানের গণমাধ্যম 'সুনো টিভি'কে রমিজ রাজা বলেছেন, 'আমরা এশিয়া কাপে ফাইনাল খেলেছি, ভারত উঠতে পারেনি। বিলিয়ন ডলারের বাজার নিজেও ভারত পেছনে পড়ে থেকেছে। এরপর তারা প্রধান নির্বাচক প্যানেল বদল করেছে। অধিনায়কও পাল্টেছে। কারণ পাকিস্তানের এফিয়ে যাওয়া তারা হজম করতে পারেনি।


এর আগে রমিজ বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়ার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘তারা ক্রিকেট বোর্ডে এক ধরনের আক্রমণই করেছে। আমার জিনিসপত্রগুলো নেওয়ারও সুযোগ দেয়নি। ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের ভাব দেখে মনে হচ্ছিল, অফিস তল্লাশি করতে যেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’


এ নাজাম শেঠিকে ক্রিকেটের বাইরের লোক বলেই উল্লেখ করেছিলেন রমিজ।


জেবি/এসবি