সর্বোচ্চ বেতনে সৌদি ক্লাবে যোগ দিলেন রোনালদো


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:০১ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


সর্বোচ্চ বেতনে সৌদি ক্লাবে যোগ দিলেন রোনালদো
সৌদি ক্লাবে যোগ দিয়েছেন রোনালদো

দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতনে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার তিনি।


ক্লাবের পক্ষ থেকে একটি টুইটে লেখা হয়, ‘নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। স্বাগত ক্রিশ্চিয়ানো রোনালেদো। এর ফলে আমাদের ক্লাব আরও নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা নিজেকে সেরা করে তুলতে অনুপ্রাণিত হবে।’


উচ্ছ্বসিত ক্লাবটির চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, ‘এই চুক্তি এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনালদো নিজে বিশ্বের সব খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি তার উপস্থিতিতে আল-নাসের সাফল্য পাবে।’

জেবি/ আরএইচ/