বাণিজ্যমেলার পর্দা উঠছে আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


বাণিজ্যমেলার পর্দা উঠছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২৭তম আসরের পর্দা উঠছে আজ রবিবার (১ জানুয়ারি)। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে বসবে ২০২৩ সালের বাণিজ্য মেলা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।


শনিবার (৩১ ডিসেম্বর) বিবিসিএফইসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জাানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  


মন্ত্রী বলেন, নতুন বছরের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।  


এ বছর মেলা থেকে ২০০ কোটি টাকার বেশি স্পর্ট অর্ডারের আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী।


তিনি বলেন, বাণিজ্য মেলা আসলে আয়ের জন্য নয়। মূল বিষয় হলো পণ্য প্রদর্শন করে রপ্তানি বাণিজ্যে আমরা কতোখানি কাজে লাগাতে পারি। স্পট অর্ডার যেটা গত বছর ২০০ কোটি টাকার অর্ডার পেয়েছিলাম এ বছর সেটা আরও বেশি হবে বলে আশি করছি। আমাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক অঙ্গণে পরিচয় করিয়ে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য ও লক্ষ্য।