আইপিএল নিয়ে মুখ খুললেন লিটন দাস


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


আইপিএল নিয়ে মুখ খুললেন লিটন দাস
লিটন দাস

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ডাক পেয়েছেন  টাইগার ওপেনার লিটন দাস। বাংলাদেশের অধিনায়ক সাকিবের কলকাতা নাইট রাইডার্স তাকে ৫০ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে।


অবশেষে আইপিএল নিয়ে লিটন দাস মুখ খুলেছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) কলকাতা নাইট রাইডার্স নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লিটন দাস বললেন তার রোমাঞ্চের কথা।


তিনি বলেন, ‘এটি আমার প্রথম আইপিএল। আমি তাই কেকেআর পরিবারের অংশ হতে দারুণ রোমাঞ্চিত।’ ইংরেজিতে এইটুকু বলে লিটন পরে বাংলায় বলেন, “খুব শ্রীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। করব, লড়ব, জিতব…।’ 


জেবি/এসবি