বিসিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম ও মোস্তাফিজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিসিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম ও মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর ব্যাটিংয়ে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অফ স্পিন ও থ্রোডাউনে প্রায় আধা ঘণ্টা ব্যাট করেন তামিম। শর্ট রান আপ ও কম গতিতে বোলিং করেন মোস্তাফিজ। ধীরে ধীরে সেটি আরো বাড়াবেন। দু’জনই বিসিএল দিয়ে ফিরছেন মাঠে। 

বাংলাদেশের হয়ে সর্বশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে খেলেছিলেন তামিম। এরপর হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন প্রায় দুই মাস। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে খেলেননি। দলে নিয়মিত না থাকায় টি-২০ বিশ্বকাপের দল থেকেও নিজের নাম সরিয়ে নেন। সুস্থ হয়ে নেপালের এভারেস্ট টি-২০ খেলতে গিয়ে সেখানে আঙুলে চোট পান। সেই চোটে ঘরের মাঠের পাকিস্তান সিরিজও মিস করেন। ৫০ ওভারের বিসিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা তামিমের, ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা এ টুর্নামেন্ট।

বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও বিসিএলে খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে সাইড স্ট্রেইনে চোট পান তিনি। বিশ্রাম নিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের হালকা মেজাজের ব্যাটিং অনুশীলন তার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। 

মোস্তফিজের ব্যাপারে বলেন, ‘মোস্তাফিজ ৫০ ভাগ সক্ষমতা দিয়ে বোলিং করেছে। শর্ট রানআপ, গতি কম দিয়ে বোলিং করেছে। এরপর জিম সেশন করবে, পরদিন অনুশীলনের মাত্রা আরো বাড়িয়ে দেবে। আপাতত বোলিংয়ের সময় ব্যথা পাচ্ছে না।’