ঢাকায় আসছে আর্জেন্টিনা দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:১১ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আসরে অংশ নিতে গত মার্চ মাসে ঢাকায় আসার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির কারণে আসা হয়নি। তবে এবার ঢাকায় আসছে ম্যারাডোনা-মেসিদের দেশের জাতীয় কাবাডি দল।
রবিবার (১ জানুয়ারি) কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ আর্জেন্টিনা দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১১ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসর। টুর্নামেন্ট জাঁকজমকভাবে আয়োজন করতে আর্জেন্টিনাসহ দলের সংখ্যা বাড়িয়েছে।
যেখানে বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে বলেও জানিয়েছেন কাবাডি ফেডারেশনের এই কর্মকর্তা।