শেখ হাসিনার সব চিন্তা এদেশের দরিদ্র মানুষ নিয়ে: ধর্ম প্রতিমন্ত্রী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩


শেখ হাসিনার সব চিন্তা এদেশের দরিদ্র মানুষ নিয়ে: ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব চিন্তা এদেশের দরিদ্র মানুষ নিয়ে।


ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে সোমবার (২ জানুয়ারি) দুপুরে সুধী সমাবেশ, উদ্বোধন ও ১হাজার রিক্সা,ভ্যান,ইজিবাইক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি।

 

শেখ হাসিনা সরকারের নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত মন্তব্য করে তিনি বলেন, “এখন আপনি যেখানেই যান বাংলাদেশের নাম”।


জামালপুরের ইসলামপুরে সুধী সমাবেশ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, যারা স্বাধীনতার সময় আমাদের পক্ষে ছিল না তারাও এখন আমাদের সমীহ করে কথা বলে। বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। আমরা সেই অবস্থান ধরে রাখতে চাই। শেখ হাসিনা ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান। এজন্য যা করা প্রয়োজন, সেটা আমাদের করতে হবে। 


হামদর্দ বাংলাদেশের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক,উপ সচিব মাহমুব আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম প্রমূখ।


আরএক্স/