‘রপ্তানির মাইলফলকে বাংলাদেশ’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪০ এএম, ৩রা জানুয়ারী ২০২৩

সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে রপ্তানি থেকে রেকর্ড আয় হয়েছে বাংলাদেশ। গতমাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। যা গত এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরেও ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। এ বছর নভেম্বরে প্রথমবারের মত এক মাসের রপ্তানি আয় ৫০০ কোটির ঘর ছাড়ায়।
ইপিবি সোমবার (২ জানুয়ারি) হালনাগাদ যে রপ্তানি তথ্য প্রকাশ করেছে, সেখানে দেখা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘গত দুই মাসে রপ্তানির জন্য ক্রয়াদেশ কম থাকার পরও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রপ্তানি হয়েছে।’