মেক্সিকোতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেক্সিকোতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১৬

মেক্সিকোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসীর নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছে। খবর রয়টার্স’র।

মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর জাকাতেকাস রাজ্য থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফ্রেসনিলো শহরের রাস্তায় কম্বলে মোড়ানো অবস্থায় ১০টি মরদেহ এবং প্যানফিলো নাটেরা এলাকার একটি গুদামের ভেতর আরও ছয়টি মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাকাতেকাস প্রদেশের প্রসিকিউটর জানিয়েছেন, মরদেহ উদ্ধার হওয়া দুটি স্থানেই তদন্ত কাজ চলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অবৈধ পথ রয়েছে জাকাতেকাস রাজ্যে। ফলে নিয়ে সিনালোয়া এবং জেলিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। গতবছর জুনেও ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ১৮ জনের মরদেহ উদ্ধার হয় রাজ্যটিতে।

জানা গেছে, ২০২১ সালের প্রথম ১০ মাসে জাকাতেকাস রাজ্যে সহিংসতায় ৯৪৮ জন নিহত হন। তার আগের বছর একই সময়ে নিহত হন ৩৪২ জন।

ওআ/