নতুন ক্লাবে যোগ দিতে সৌদি পৌঁছেছেন রোনালদো


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩


নতুন ক্লাবে যোগ দিতে সৌদি পৌঁছেছেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

বর্তমান সময়ে ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। কেননা, তারা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করে  ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছে। নতুন ক্লাবে যোগ দিতে এরই মধ্যে সৌদি আরবের পৌঁছেছেন এই ফরোয়ার্ড।


সোমবার (২ জানুয়ারি) রাতে সৌদি আরবের মাটিতে পা রাখেন রোনালদো। দেশটির রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম আল এখবারিয়া টিভি এই খবর নিশ্চিত করেছে । রাজধানীর রিয়াদে বিলাসবহুল হোটেলে থাকবেন এই তারকা ফুটবলার।


ক্লাবের একজন কর্মকর্তা জানান, ‘সহকারীদের একটি বড় দল এনেছেন তিনি, তার সঙ্গে আছে ব্যক্তিগত নিরাপত্তা ফার্মের লোকজন।’


আল নাসের ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন তিনি। তাকে নিতে ২০ কোটি ইউরোর বেশি খরচ করেছে ক্লাবটি।


মঙ্গলবার রিয়াদে মরসুল পার্ক স্টেডিয়ামে রোলানদোর পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আরএক্স/