নতুন প্রেমে নেইমার, প্রেমিকা জেসিকা তুরিনি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৩০ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


নতুন প্রেমে নেইমার, প্রেমিকা জেসিকা তুরিনি
নেইমার-জেসিকা তুরিনি

গেলো কাতার বিশ্বকাপে অনেক সুন্দরী নজর কেড়েছেন। তাদের মধ্যেই একজন ছিলেন  ব্রাজিলের এক মডেল জেসিকা তুরিনি।


ম্যাচ চলাকালীন তাকে স্টেডিয়ামে উপস্থিত থেকে  মোবাইল দিয়ে ছবি তুলেছেন, অথবা ভিডিও করেছেন। এবার গুঞ্জন উঠেছে সেই মডেল নাকি ব্রাজিলের সুপারস্টার নেইমারের প্রেমে পড়েছেন।


ব্রাজিলের গণমাধ্যম  ‘জিশোডটগ্লোবো’ -এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নেইমারের এই নতুন প্রেমিকা মডেলের পাশাপাশি একজন ডিজিটাল  ইনফ্লুয়েন্সারও। ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন তুরিন।


নতুন বছরের নেইমারের আয়োজিত পার্টিতে বিভিন্ন তারকাদের পাশাপাশি আমন্ত্রণে এসেছিলেন এই তুরিনিও।  সেখান থেকেই ধারণা করা হচ্ছে, নেইমারের সঙ্গে কিছু একটা চলছে এই মডেলের।


জেবি/এসবি