২০২২ সালে কোহলির আয় ২৬৫ কোটি রুপি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৩

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২০২২ সালে স্পনসরশিপ এবং বাণিজ্যিক চুক্তিতে আয় করেছেন ২৫৬ দশমিক ৫২ কোটি রুপি।
আয়ের দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা। তিনি আয় করেছেন ৭৪ দশমিক ৪৭ কোটি রুপি।তৃতীয় স্থানে থাকা যশপ্রীত বুমরার আয় করেছেন ৫৭ দশমিক ৯২ কোটি রুপি।
বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটারদের তালিকাতেও কোহলির অবস্থান ৬১ নম্বর স্থানে। ২০২২ সালেই ফের নিজের চেনা ফর্ম ফিরে পান বিরাট কোহলি। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলি ছিলেন দারুণ ফর্মে।
জেবি/এসবি