কুয়াশায় মাঝ নদীতে আটকা তিনটি ফেরি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৩


কুয়াশায় মাঝ নদীতে আটকা তিনটি ফেরি
ঘন কুয়াশা

ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।


শনিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে থেকেই নদীতে কুয়াশা ছিল। তবে ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ অনেক বাড়তে থাকে। ঘন কুয়াশার জন্য ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই বীর  তিনটি ফেরি আটকা পরে। এতে নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৭টা থেকে নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।


আরএক্স/