ব্রিটেনের রানি কে হবেন, জানালেন এলিজাবেথ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ব্রিটেনের রানি কে হবেন, জানালেন এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনে ৭০ বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তির দিন তিনি ভবিষ্যতে তার স্থলাভিষিক্ত কে হবে, এই অমীমাংসিত প্রশ্নের সমাধান করলেন। রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, তিনি চান ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ‘কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।

সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় রানি তার এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেয়া বার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথ জানান, এটা তার ‘আন্তরিক ইচ্ছা যে ক্যামিলার এ পদবি থাকবে।

রানি দ্বিতীয় এলিজাবেথ ওই বার্তায় লিখেছেন, ‘এটা আমার খুব আন্তরিক ইচ্ছা, যখন সময় আসবে, তখন ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের আচমকা এমন ঘোষণার মাধ্যমে মৃত্যুর পর তাঁর ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার রানি উপাধি পাওয়ার পথ প্রশস্ত হলো।

এদিকে রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র বলেন, রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল ‘আপ্লুত ও সম্মানিতবোধ করছেন।

বিবিসি জানায়, সিংহাসনে যে রাজা থাকেন, তার স্ত্রীকে ‘কুইন কনসর্ট বলা হয় এবং এর অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা

ওআ/