দেশে বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা লেগেছে: এম এ মান্নান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৫ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩


দেশে বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা লেগেছে: এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান- ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে। তিনি বলেন, বড় বড় অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার চেষ্টা করছে বাংলাদেশ। 


শনিবার (৭ জানুয়ারি) ডিআরইউতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম-নীতি তৈরির কাজটি জবাবদিহিতার আওতায় আনা দরকার। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে যে দ্বিধা ও বিঘ্ন সৃষ্টি হয়েছে তা নিরসনে ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


দেশের রিয়েল (প্রকৃত) অর্থনীতির জন্য প্রকৃত তথ্য খুব প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বাজারে অনেক তথ্যই পাওয়া যায়, কিন্তু তথ্যের দ্বিধা ও বিঘ্ন দূর করতে প্রকৃত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং অ্যালমানাক সেই কাজটিই করছে।