গোপালগঞ্জে ২৭ টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩
গোপালগঞ্জে বাস্তবায়িত ২৭ টি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, সচিব মুহম্মদ ইব্ রাহিম, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধি ও গণপূর্ত বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শহীদ উল্লা খন্দকার, এলজিইডি'র প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র শেখ রকিব হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, প্রশাসন ও বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সকলকে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮ টি প্রকল্পের মধ্যে ১৯ টি প্রকল্প বাস্তবায়ন করেছে গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাকি ৯ টি প্রকল্প শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ ও টুঙ্গিপাড়া পৌরসভা বাস্তবায়ন করেছে।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র্যাম্প, টুঙ্গিপাড়া লঞ্চঘাটে বাঘিয়ার নদীর পাড়ে বোট ল্যান্ডিং র্যাম্প, পাটগাতি ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতি শ্মশান উন্নয়ন, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কুশলী জিসি- ধারাবাশাইল ভায়া মিত্রডাঙ্গা-সোনাখালী সড়কে ১৩,০৪০ মিটার চেইনেজে তারাইল খালের ওপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, তারাইল জিসি-টুঙ্গিপাড়া হেড কোয়ার্টার ভায়া নারায়ণখালী সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন চেইন: ০০-৪৩৪০ মিটার, কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউপিসি-জহরেরকান্দি বাজার সড়কে ৫ মিটার চেইনেজে ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, হরিণাহাটি বাজার- রাজাপুর উচ্চ বিদ্যালয় সড়কে ১০ মিটার চেইনেজে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, পিঞ্জুরী-সোনাখালী ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ১০,১০০ মিটার চেইনেজে ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ৮,৫৫০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, কলাবাড়ী বাসস্ট্যান্ড- রাধাকান্ত উচ্চ বিদ্যালয়- কালিগঞ্জ বাজার সড়কে ৫০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, মাঝবাড়ী আরএইডি-রাধাগঞ্জ বাজার সড়কে ২,১০০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, কোটালীপাড়া পারকোনা শ্রী শ্রী গনেশ পাগল মন্দির, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, ত্রিপল্লী শেখ আবু নাসের উচ্চ বিদ্যালয় টুঙ্গিপাড়ার একাডেমিক ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ, রাধাকান্ত উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ ভবন, ৬ তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, মেরামত এবং নবরূপায়ন, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান গ্রন্থগার ও গবেষণা কেন্দ্র, পূর্ব উত্তর কোটালীপাড়া দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদরাসার ৪ তলা একাডেমিক ভবন, স্বাধীনতা সদর ডাক বাংলো, পাটগাতী জিসি থেকে বাঁশবাড়িয়া জিসি সড়কের ৫০১৪ মিটার চেইনেজে ২২৫ মিটার পিসি গার্ডার ব্রীজ, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্স, টুপুরিয়া আরঅ্যান্ডএইচ-ধোরার জিপিএস সড়কে ০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, মাঝবাড়ী আরঅ্যান্ডএইচ-রাধাগঞ্জ বাজার সড়কে ৬,৭০০ চেইনেজে ৯০ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ।
এছাড়াও গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্প গুলোর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ায় ত্রিপল্লী শেখ আবু নাসের উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ, কোটালীপাড়ায় পূর্ব উত্তর কোটালীপাড়া দারুচ্ছুন্নাহ্ সালেহিয়া ফাজিল মাদ্রাসা ভবন নির্মাণ ও কোটালীপাড়া রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ।
গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ।
বাস্তবায়িত এসব উন্নয়ন কর্মকাণ্ডে গোপালগঞ্জবাসীর যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলে মনে করেন। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জেবি/এসবি