শীঘ্রই স্থানান্তর হচ্ছে কারওয়ান বাজার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৩


শীঘ্রই স্থানান্তর হচ্ছে কারওয়ান বাজার
শীঘ্রই স্থানান্তর হচ্ছে কারওয়ান বাজার

খুব শীঘ্রই কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ অন্যান্য দোকানগুলো সরিয়ে অন্যত্র স্থানান্তরের তৎপরতা শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।


রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।


জানা গেছে, ডিএনসিসির সভার সিদ্ধান্ত মোতাবেক কারওয়ান বাজার স্থানান্তরের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি মূলত কারওয়ান বাজার স্থানান্তর করতে সার্বিক বিষয়গুলো পরিচালনা করবে।


ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ৭ সদস্যের এই কমিটিতে ডিএনসিসির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি, অঞ্চল ৫ এর আঞ্চলিক কর্মকর্তাকে সদস্য সচিব এবং ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে সহ-সভাপতি করা হয়েছে। 


সূত্রে আরও জানা গেছে, কারওয়ান বাজারের দোকানগুলোর কিছু সরিয়ে রাজধানীর গাবতলী ও আমিনবাজারে নেওয়া হবে। আর বাকি অংশ স্থানান্তর করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ধলপুরে নিয়ে যাওয়া হবে।