রাজধানীতে ১৫ টি পরিবহনে চালু হচ্ছে ই-টিকিটিং
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৩

প্রথম পর্যায়ের ই-টিকিটিং চালুর পর দ্বিতীয় পর্যায়ে রাজধানীর বেশ কয়েকটি রুটের বাসে ই-টিকিটিং ব্যবস্থা শুরু করা হচ্ছে।
এ বিষয়ে আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
জানা গেছে, এ পর্যায়ে মোহাম্মদপুর, মিরপুর, গুলিস্তান ও আজিমপুর রুটের ১৫টি পরিবহন কোম্পানিতে এই ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হচ্ছে।
এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের স্বাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে দ্বিতীয় পর্বে ১৫টি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং চালুর বিষয় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
