১৫টি কোম্পানির বাসে ই-টিকিটিংয়ে চালু হচ্ছে আগামীকাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩


১৫টি কোম্পানির বাসে ই-টিকিটিংয়ে চালু হচ্ছে আগামীকাল
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলনে কথা বলেছেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ- ছবি: সংগৃহীত

রাজধানীতে এবার মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলীতে চলাচলরত ১৫টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় এসেছে।


সোমবার (৯ জানুয়ারি) ইস্কাটনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।


সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলীতে ১৫ কোম্পানির ৭১১টি বাসে ই-টিকিটিং চালু হবে। 


খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিভিন্ন সময় মোট ২১টি সার্কুলার দিয়েছি। ৯টি ভিজিল্যান্স টিম গঠন করে রাস্তায় মাসের পর মাস ডিউটি করিয়েছি এবং আমি নিজেও মাঠে ছিলাম।


পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ই-টিকিটিংয়ের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।


তিনি বলেন, দুজন কর্মকর্তা এটি সমন্বয় করবেন। এজন্য একটি হটলাইন করা হয়েছে। যেখানে তিনটি নম্বর রয়েছে। সমিতির পক্ষ থেকে আটজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে বিষয়টি দেখবেন। পাশাপাশি কয়েকটি কোম্পানির পক্ষ থেকে তারাও স্পেশাল চেকার রাখবেন।