মেট্রোরেলে যত্নের সঙ্গে চলাচল করতে হবে: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
রাজধানীতে নতুন মাত্রা মেট্রোরেল নির্মাণ করতে গিয়েও প্রচুর বাধা এসেছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল। প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র বলে মন্তব্য করেন তিনি। মেট্রোরেল যত্নের সঙ্গে ব্যবহার করার আহ্বানও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে। এবং এটিকে যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে।
বিমানবন্দর এলাকার যানজট নিরসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে।