এবার ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। একই সঙ্গে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবে এ চুক্তি হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার সকালে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।