এবার ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। একই সঙ্গে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবে এ চুক্তি হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার সকালে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
