জামিন পাননি ‘মাদক গবেষক’ সাঈদ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৬ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩


জামিন পাননি ‘মাদক গবেষক’ সাঈদ
জামিন পাননি ‘মাদক গবেষক’ সাঈদ

মাদক নিয়ে গবেষণা করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদকে জামিন দেয়নি হাইকোর্ট।


সোমবার (৯ জানুয়ারি) সমন্বিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন বলে জানা গেছে।


আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। 


এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওনাইসী সাঈদ জামিন আবেদন করেছিলেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে আবেদনটি বাদ দিয়েছেন।


এর আগে গত বছরের ১ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মাদক গবেষক সাঈদকে গ্রেফতার করা হয়।