১৫টি কোম্পানির বাসে ই-টিকিট চালু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
রাজধানীর আজিমপুর, মোহাম্মদপুর, আবদুল্লাহপুর ও গাবতলীতে চলাচলরত ১৫টি কোম্পানির বাসে আজ থেকে ই-টিকিট চালু হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এসব রুটে ই-টিকিটের মাধ্যমে চলাচল শুরু করেছে বাসগুলো।
এর আগে গতকাল সোমবার (৯ জানুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, এই তিন অঞ্চলের ১৫টি বাস কোম্পানির ৭১১টি বাস ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে।
এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস কোম্পানিগুলো ই-টিকিটিংয়ের আওতায় চলে আসবেও বলে জানান সংশ্লিষ্টরা।
জেবি/ আরএইচ/