মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় রুবেল নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী মহন (৩৪)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, মধ্যরাতে গাবতলী থেকে বেড়িবাঁধ দিয়ে মোটরসাইকেল চালিয়ে চকবাজারে যাচ্ছিলেন রুবেল। পথে ইউল্যাব ক্যাম্পাসের সামনের রাস্তায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুবেল।
তিনি বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়। আর আহত মহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।