মাত্র ১৯ বছর বয়সে বাবা হন নেইমার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩


মাত্র ১৯ বছর বয়সে বাবা হন নেইমার
ছেলের সঙ্গে নেইমার

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বিশ্বের সর্বসেরা খেলোয়াড়দের একজন হিসেবেও বিবেচিত হন তিনি। তার যে একটি ছেলে আছে তা অজানা অনেকেরই।


মাত্র ১৯ বছর বয়সে বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম দাভি লুক্কা। নেইমার ও তার সাবেক বান্ধবী ক্যারোলিনা দাস্তাসের সন্তান দাভি। দাভি জন্মগ্রহণ করেন ২০১১ সালে।


খেলার ব্যস্ততার মাঝেও সময় পেলে ছেলে দাভির সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন নেইমার। ফুটবল মাঠে প্রায় বাবার সঙ্গে দেখা যায় দাভিকে। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে মজার মজার ছবি ও ভিডিও প্রকাশ করেন নেইমার।


জেবি/এসবি