বরিশালের অধিনায়ক হলেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৫৪ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে বাকী ম্যাচগুলোকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আজ দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের নেতৃত্বেই রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে বরিশাল।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত এক ম্যাছে নেমেছে বরিশাল। যেখানে প্রথম ম্যাচেই সিলেটের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে দলটি। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল মেহেদী হাসান মিরাজকে। সেই ম্যাচের পর অবশ্য জানা গিয়েছিল এবারের আসরে ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বরিশালের ক্রিকেটাররা। কিন্তু এবার সেই তত্ব থেকে বেরিয়ে আসলো ফরচুন বরিশাল।
জেবি/এসবি