নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল গাড়ি, ৪ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল গাড়ি, ৪ জনের মৃত্যু

ভারতের মালদহে কুয়াশাচ্ছন্ন রাস্তায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লে এক দম্পতিসহ ৪ জন নিহত হয়েছেন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মালদহের নালাগোলা রাজ্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ। 

ওআ/