‘ইভিএমের প্রকল্প শিগগির অনুমোদন’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪০ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩


‘ইভিএমের প্রকল্প শিগগির অনুমোদন’
সাংবাদিকদের সাথে কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যত শিগগির সম্ভব ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার প্রকল্পটি অনুমোদন দেওয়া হবে।


মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সভা শেষে একথা জানান মন্ত্রী।


তিনি বলেন, আমরা নিয়ম-কানুনের মধ্যেই ইভিএম নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে। যত শিগগির সম্ভব ইভিএম কেনার প্রকল্প অনুমোদন করা হবে।


পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের অবস্থান আমরা জানি না। তবে পেপারে আমরা পড়েছি, ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম কেনার প্রকল্পটি পাস হতে হবে।


মন্ত্রী বলেন, ‘শুধু একনেক সভায় এগুলো অনুমোদন হয়, ব্যাপারটি তা নয়। তাদের (নির্বাচন কমিশন) সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাদের সচিব আমাদের সচিবের মধ্যে কথাবার্তা চলছে। 


ইভিএম প্রকল্পের প্রস্তাব প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা কতগুলো ইভিএম দেবো একনেক সভার আগে পিইসি সভায় সেটা আলোচনা হয়। এখানে আমরা উপস্থিত থাকি। নির্বাচন কমিশনের লোকজনও উপস্থিত থাকেন। সবাই আলোচনা করেই এটা অনুমোদন দেবো।