পাগলায় বালু আনলোড করার সময় ট্রাক উল্টে হেল্পার নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৩ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩

ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলার পাগলা থানা এলাকায় বালু বোঝাই ট্রাক উল্টে অপু মিয়া (২০) নামের একজন হেল্পার নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ৬ টায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত অপু মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছোটআজলদী এলাকায় আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন ভোরে হোসেনপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের পাশে দিঘীরপাড় এলাকায় ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই হেল্পার অপু মারা যায়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে মরদেহ উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।