তুরাগ তীরে আসছেন মুসল্লিরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৯ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩


তুরাগ তীরে আসছেন মুসল্লিরা
ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা- ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা শুরু হবে বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে সকাল থেকে ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। 


আগামী ১৩ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের প্রথম পর্ব। এবার প্রথম পর্বের ইজতেমায় দেশের সবগুলো জেলার ধর্মপ্রাণ মুসল্লিরাই অংশগ্রহণ করবেন।


সরেজমিনে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, ইতোমধ্যেই দেশের কয়েকটি জেলার নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন আগত মুসল্লিরা।


ইতোমধ্যে ইজতেমা মাঠের বিশাল এলাকাজুড়ে টাঙানো হয়েছে সামিয়ানা, তৈরি হয়েছে বিদেশি নিবাস, বয়ান মঞ্চ, দোয়া মঞ্চ। এ ছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে তুরাগ নদে পাঁচটি ভাসমান পন্টুন ব্রিজসহ র‌্যাব-পুলিশের জন্য পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হয়েছে।


ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি ৫৬তম বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত ৯৮ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। অল্প কিছু কাজ বাকি আছে, সেটাও শেষ হয়ে যাবে।


বিশ্ব এজতেমাকে কেন্দ্র করে গাজীপুর প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইজতেমা ময়দানকে তিনটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। 


প্রসঙ্গত, ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।