মাশরাফিকে খেলা ছাড়ার আহব্বান তার বাবার


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩


মাশরাফিকে খেলা ছাড়ার আহব্বান তার বাবার
মাশরাফি ও তার বাবা

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশারাফি বিন মর্তুজার অধিনায়কত্বে জিতেই চলেছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষেও সহজ জয় তুলে নিয়ে চট্টগ্রাম পর্বে গেল সিলেট দল।


আর ৪ ম্যাচে ৪ জয়ের পর গণমাধ্যমে কথা বলেছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা। তিনি  জানালেন চলতি বিপিএল শেষেই তিনি শেষ দেখছেন তার ছেলের ক্যারিয়ার।


মাশরাফির বাবা গোলাম মর্তুজা বলেন, ‘আপনারাও দেখছেন তার (মাশরাফি) পায়ের কি অবস্থা। আজকেও মাঠে সে খুড়িয়ে খুড়িয়ে বল করছে। এভাবে ক্রিকেট খেলা সম্ভব না। এভাবে কতদিন সম্ভব। আমি মনে করি এটা শেষ হওয়া উচিত (চলতি বিপিএলের পর)। পায়ের যে অবস্থা, বয়স হয়েছে এটা তো আর গায়ের জোড়ের বিষয় না।’


যদিও অবসর নিয়ে মাশরাফির সঙ্গে কোনো ধরনের কথা হয়নি বলে জানান গোলাম মুর্তজা। তিনি বলছিলেন, ‘এ বিষয়ে (অবসর) তার সঙ্গে কোনো কথা হয়নি। তার যতদিন মনের সাহস আছে (ততদিন খেলবে)। সে ভালোই বোঝে সবকিছু, কোনটা কখন সম্ভব আর সম্ভব না। অতএব আমার বলে দেওয়ার কিছু নেই।’


জেবি/এসবি