অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:২৫ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক
হুগো লরিস

ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে চালিয়ে যাবেন টটেনহ্যামের হয়ে ক্লাব ক্যারিয়ার। 


অবসরের প্রসঙ্গে লরিস বলেন, ‘নিজের সেরা সময় থাকতে থাকতেই অবসর নেওয়া ভাল। যে সময় আমার খেলার মান কমে যাবে, তখন অনেকে চলে আসবে আমার জায়গা নেওয়ার জন্য। তার চেয়ে নিজে ছেড়ে দেওয়া ভাল। সে সঙ্গে আমার মনে হয় পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত। আমার স্ত্রী এবং সন্তানদের সময় দিতে চাই।’


ফ্রান্সের হয়ে খেলেছেন রেকর্ড ১৪৫ ম্যাচ  লরিস। যার মধ্যে ১২১ ম্যাচে ছিলেন অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স। যদিও কাতারে তা ধরে রাখতে পারেননি।


জেবি/এসি