সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বৃদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২১ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বৃদ্ধা
এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকা

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসের ধাক্কায় রোকেয়া বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 


বুধবার (১১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।


নিউ মার্কেট থানার এসআই মুরাদ হোসেন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।


তিনি বলেন, আমরা জানতে পেরেছি নিহত ওই নারী নিউ মার্কেট এলাকায় একটি বাসা দেখাশোনার কাজ করতেন করতেন। রাস্তা পার হওয়া সময় মালঞ্চ পরিবহনের একটি বাস ধাক্কা দেয় তাকে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় চালককে আটক এবং মালঞ্চ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।