বিশ্ব ইজতেমায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


বিশ্ব ইজতেমায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি
বিশ্ব ইজতেমায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি

বিশ্ব ইজতেমায় সারাবিশ্ব থেকে লাখ লাখ মানুষ সমবেত হন। এ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করছে ফায়ার সার্ভিস। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি  এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ থেকে  ২২ জানুয়ারি। 


মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় জমায়েত ইজতেমা ঘিরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন। 


বুধবার (১১ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ইজতেমা ময়দানের বিভিন্ন স্থানে ৪ টি পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে ৫ টি অ্যাম্বুলেন্স, সহজে বহনযোগ্য স্পিডবোট, পিকআপে ডুবুরিদল, টু-হুইলার, ১৩ টি জেনারেটর এবং লাইটিং ইউনিট মোতায়েন থাকবে।


তিনি আরও বলেন, মাঠের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের ৩৬১ জন কর্মকর্তা ও ফায়ার ফাইটার মোতায়েন থাকবে পাশাপাশি ময়দানে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম স্থাপন করা হবে।


প্রতি বছরের মত এবারো ১৬০ একর জায়গা বিস্তৃত ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।