ময়মনসিংহে চিকিৎসকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫১ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


ময়মনসিংহে চিকিৎসকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
বক্তব্য রাখছেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে চিকিৎসকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১১ জানুয়ারি) দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 


বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) ডা: মোঃ মতিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। 


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি) জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ডাক্তার মোঃ ইহতেশামুল হক চৌধুরী। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। 


স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাক্তার মোঃ কামরুল হাসান মিলন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ আব্দুল কাদের,  কাউন্সিলর ফজলুল হক উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হীরা, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজালাল হৃদয়সহ ময়মনসিংহ  মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।