এএসপি হলেন ১০ পুলিশ কর্মকর্তা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২২ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


এএসপি হলেন ১০ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশ

বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ পরিদর্শক পদ মর্যাদার ১০ কর্মকর্তা।


মঙ্গলবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।


পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— এসবির পুলিশ পরিদর্শক এ কে এম ফারুক হোসেন, সিলেটের পুলিশ পরিদর্শক মো. নিজাম উদ্দিন চৌধুরী, এসবির পরিদর্শক কাজী ওয়াজেদ আলী, মোহাম্মদ জহির উদ্দিন, নীলফামারীর পরিদর্শক মো. মমিনুল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মো. আনোয়ারুল আজম, নৌ পুলিশের পরিদর্শক মুন্সী মো. আছাদুল্লাহ, ডিএমপির পরিদর্শক মো. শহীদুল হক। 


এদিকে পৃথক এক আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আখতার হোছাইন ও মো. আকতার হোসেন মিয়া। তাদের সবাইকে এএসপি পদে পদোন্নতি দেওয়া হয়।


জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ক্যাডারভুক্ত এ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান পত্র প্রেরণ করবেন বলে আদেশে বলা হয়েছে।