ঘাবড়াবেন না আমরা আছি: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৩ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩
ঘাবড়ানোর কিছুই নেই, একটুকু বলতে পারি। ঘাবড়াবেন না, আমরা আছি না? কোনো চিন্তা নেই। আওয়ামী লীগকে উৎখাতের ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বুধবার (১১ জানুয়ারি) সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে পর্বে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘আজকে কিন্তু ১/১১ দেশের যে পরিস্থিতি আমরা জানি, ওয়ান ইলেভেনের ভয়ে আমরা অস্থির। আমাদের দেশে প্রজ্ঞাবান নেতা আছে, অনুমানের যে ক্ষমতা আছে-এক এগারোর আসবে না আবার। তবুও আমার জিজ্ঞাসা, সব পক্ষের মধ্যে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে পা বাড়ানোর বোধ হয় এখনই সময়। আপনি (প্রধানমন্ত্রী) কী মনে করেন?’
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফখরুল ইমামকে না ঘাবড়ানোর পরামর্শ দিয়ে বলেন, ‘ঘাবড়ানোর কিছুই নেই, এটুকু বলতে পারি। ঘাবড়াবেন না, আমরা আছি না? কোনো চিন্তা নেই।’
সংসদ নেতা বলেন, ‘আমরা সরকারে যখন আছি, জনগণের জানমাল রক্ষা দায়িত্ব আমাদের। এমন কোনো শক্তি তৈরি হয়নি দেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগের বিজয় অনিবার্য জেনে বিএনপি নির্বাচন বর্জন করেছিল। ২০১৮ সালে তারা নির্বাচনে অংশ নিয়ে মনোনয়ন বাণিজ্য করে। মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং নির্বাচন নিয়ে নানা অপপ্রচার চালাতে থাকে।
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, প্রতিটি নির্বাচন পর্যালোচনা করলে দেখা যায় একমাত্র আওয়ামী লীগ সরকার আছে বলেই মানুষ ভোটটা শান্তিতে দিতে পারছে। এখানে সরকারের হস্তক্ষেপের দরকার নেই। জনগণ স্বতস্ফুর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়, কারণে তারা জানে-আওয়ামী লীগ যে ওয়াদা দেয় তা রাখে।