রঙের গাড়ি আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩

১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দেশের ১২৫ জন শিল্পীর জলরঙে আঁকা চিত্রকর্ম নিয়ে রঙের গাড়ি আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী; বিশেষ অতিথি হিসেবে শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী নিসার হোসেন,শিল্পী বীরেন সোম ও রশীদ আমিন উপস্থিত থাকবেন।
শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রণজিৎ দাস এবং শিল্পী রশিদ আমিন এর সমণ্বয়ে গঠিত বিচারকমন্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যথেকে ছয় জন শিল্পীকে পুরস্কিত করা হবে। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের শিল্পকর্ম ও প্রদর্শিত হবে এই আয়োজনে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

শৃঙ্খলা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর
