ইজতেমাকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে তীব্র যানজট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


ইজতেমাকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে তীব্র যানজট
বিমানবন্দর সড়কে তীব্র যানজট

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে রাজধানী বনানী থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে তীব্র যানজটে সৃষ্টি হয়েছে। এদিকে যানজটে নাকাল যাত্রী ও চালকরা। গত রাত থেকেই এই সড়কে যানজট দেখা দেয় ভোর থেকে তা প্রকট আকার ধারণ করে।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) খিলক্ষেত এলাকায় যানজটে আটকে থাকা গাড়ির সারি কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়। 


টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এতে যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে।


চাকরিজীবী রোকসানা আক্তার প্রায় আধা ঘণ্টা ধরে বাসে ওঠার চেষ্টা করেছেন। তিনি বলেন, বনানী যাব। কিন্তু বাস যা আসছে সব ভরা। অফিসের সময় শেষ হয়ে যাচ্ছে। মহিলা মানুষ ভীড়ের মধ্যে হুড়াহুড়ি করে তো উঠতে পারি না। 


ডিএমপির ট্রাফিক বিভাগের (উত্তরা) একাধিক কর্মকর্তা জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশ ও বিদেশে থেকে হাজার হাজার মুসল্লি তুরাগ নদীর পাড় এসে হাজারি হচ্ছেন। এর কারণে মূলত রাস্তায় অনেক চাপ বেড়ে গেছে। ফলে বিমানবন্দর এলাকা থেকে উত্তরার দিকে বা গাজীপুরের দিকে কোনও গাড়ি প্রবেশ করতে পারছে না।


উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এসে তুরাগ পাড়ে জড়ো হচ্ছেন বিশ্ব ইজতেমা উপলক্ষে। গতকাল থেকে মানুষজন আসা শুরু করেছে। ফলে হাজার হাজার মানুষের চাপে উত্তরা থেকে টঙ্গী এলাকায় যান চলাচল স্থবির।