মা হচ্ছেন টেনিস তারকা নাওমি ওসাকা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩

মা হতে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দিয়েছেন তিনি।
টুইটারে নাওমি লেখেন, ‘মাঠে ফিরতে তর সইছে না। কিন্তু ২০২৩ সালের জন্য এটাই জীবনের কিছু অংশের আপডেট’। নাওমি টুইটারে আরও লিখেছেন, ‘আমার সন্তান আমার ম্যাচ দেখবে এবং কাউকে বলবে, ‘দেখো আমার মা’- আমি সেই সময়ের অপেক্ষায় আছি’
অল্প বয়সেই তারকা খ্যাতি পেয়েছেন নাওমি। সেরেনা উইলিয়ামসের মতো তারকাকে হারিয়ে পদক জিতেছেন। মোট ৪ বার গ্রান্ড স্লাম সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছেন। নারী টেনিস তারকাদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন।
তবে শেষ পর্যন্ত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। নাওমি তার টুইটে শেষে লিখেছেন,'জীবনে চলার জন্য কোনো পারফেক্ট পথ নেই। তবে লক্ষ্য সৎ থাকলে ঠিক পথটা অবশ্যই পাওয়া যায়'।
জেবি/এসবি