কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

‘আমাদের স্যার সৎ মানুষ, দুর্নী‌তি করতে পারে না’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩


‘আমাদের স্যার সৎ মানুষ, দুর্নী‌তি করতে পারে না’
ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ- ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার (এমডি) তাকসিম এ খানের প‌ক্ষে প্রতিষ্ঠান‌টির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রতিবাদ সমাবেশে তারা বলেন, তাকসিম এ খানের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ হ‌য়ে‌ছে সে‌টি মিথ্যা ও বানোয়াটকৃত।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ওয়াসা ভবনের সামনে প্রতিষ্ঠান‌টির কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেন।


সমাবেশে যোগ দিয়ে ওয়াসার কর্মকর্তা মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, আমা‌দের স্যারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দি‌য়ে সংবাদ প‌রি‌বেশন করা হ‌য়ে‌ছে। এর প্রতিবা‌দে আমরা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ কর‌ছি। যুক্তরা‌ষ্ট্রের মতো দেশে ১৪টা বা‌ড়ি কেনা একজনের পক্ষে সম্ভব ব‌লেন?


রাজধানীর পুরান ঢাকার ওয়াসার এক নম্বর জোনের কর্মকর্তা জিয়া উদ্দিন ব‌লেন, আমরা স্বেচ্ছায় প্রতিবাদ সমাবেশে এসে‌ছি। প‌ত্রিকায় মিথ্যা তথ্য দি‌য়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। স্যার সৎ মানুষ। উনি দুর্নী‌তি করতে পারেন না।


ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির যে তথ্য সামনে এসেছে তা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এর আগে গত ৯ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।