মেসির থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে: গালতিয়ের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৪৬ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩


মেসির থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে: গালতিয়ের
লিওনেল মেসি-পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ে

তারকা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়া রীতিমতো হিমশিম খেয়েছে পিএসজি।  বুধবার (১১ জানুয়ারি) রাতে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। একটি গোল করেছেন। গোলের সুযোগও তৈরি করেছেন। পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের মতে, মেসি মাঠে থাকা মানে গোলের নিশ্চিত সুযোগ তৈরি হওয়া।


পিএসজি কোচ বলেন, 'বিশ্বকাপ জিতে প্রথম ম্যাচ খেলতে নামার আগে দর্শকদের এই সংবর্ধনা মেসিকে আপ্লুত করেছে।' 


তিনি আরোও বলেন, 'মেসি নিজেকে দারুণভাবে ধরে রেখেছে। বিশ্বকাপ জয়, এরপর আনন্দ-উদযাপনের আড়মোড়া ভেঙে দ্রুতই নিজেকে খেলার মতো অবস্থায় নিয়ে এসেছে। সে ফিরে অনেকগুলো অনুশীলন সেশন করেছে আমাদের সঙ্গে। ফিটনেস দুর্দান্তই মনে হয়েছে।'


মেসির গুরুত্ব সম্পর্কে পিএসজি কোচ গালতিয়ের বলেন, ‘মেসি গোল করতে পছন্দ করে। আর মেসির মতো একজন তারকার কাছ থেকে সব দলই গোল চাইবে। শারীরিক ও মানসিক দিক দিয়ে দারুণ চাঙা অবস্থায় আছে। তার দ্রুতই মাঠে ফেরার দরকার ছিল, আর আমাদের জন্যও তার মাঠে ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল। মেসির থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে।’


জেবি/এসবি