টঙ্গী থেকে মগবাজার পর্যন্ত দীর্ঘ যানজট, দুর্ভোগে মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৭ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীতে যানবাহনের প্রচণ্ড চাপে ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
টঙ্গী ব্রিজ থেকে মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সকাল থেকেই তীব্র যানজটে আটকা পড়েছেন সাধারণ মানুষ।
তীব্র যানজটে বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য হেঁটে যেতে দেখা গেছে অনেককেই।
ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক, উত্তর) আবু সালেহ মো. রায়হান জানান, এই যানজটের প্রধান কারণ হচ্ছে ইজতেমাগামী মানুষদের কারণে সৃষ্ট যানবাহনের চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ কাজ করায় দুপুরের দিকে যানজট সহনীয় পর্যায়ে চলে আসে বলে জানিয়েছেন তিনি।