তীব্র শীত উপেক্ষা করে তুরাগ তীরে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৪ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তীব্র শীত উপেক্ষা করে মুসল্লিদের ঢল নেমেছে। দলবেঁধে ইজতেমা মাঠে আসছে ধর্মপ্রাণ মুসল্লীরা।
আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫৬তম বিশ্ব ইজতেমা শুরু হবে। তিন দিনব্যাপী ইজতেমার প্রথম পর্ব আগামী ১৫ জানুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন। এদিকে আগামী ২০, ২১ ও ২২ জানুয়ারী সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিদেশিরা ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নিচ্ছেন। এখন পর্যন্ত ২৬টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি এসে ময়দানে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, সভাপতিহীন বিশ্ব ইজতেমার এতো বড় আয়োজন প্রতিবছরই অত্যন্ত সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। পুরো ইজতেমা ময়দানকে মুরুব্বীদের পরামর্শে সাজানো হয়।
জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, ইজতেমার নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় সাড়ে সাত হাজার পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কয়েকটি স্তরের এ নিরাপত্তা ব্যবস্থায় ইজতেমা ঢেকে রাখা হবে।
গাজীপুরের ডিসি আনিসুর রহমান জানান, বিশ্ব ইজতেমার সার্বিক কর্মকাণ্ড সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় করে থাকে জেলা প্রশাসন।