ইজতেমার মাঠে প্রাণ গেল ২ মুসল্লির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৭ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লি মৃত্যু বরণ করেছেন।
নিহতেরা হলেন, গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্ব্যকারী মুফতি জহির ইবনে মুসলিম।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল নূর গণমাধ্যমকে জানান,'বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন তাবলিগ-জামাতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব। তিনি সকাল ১০টার দিকে মারা যান।
তিনি আরও জানান, নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন। আজ সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় তার। কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।
আব্দুন নূর বলেন, বৃহস্পতিবার বাদ জোহর ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ ২টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি/এসবি