লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২০ এএম, ১৪ই জানুয়ারী ২০২৩


লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের
ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে

জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিশু।


শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (৩২) ও তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭)।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।


এছাড়া আহত ওই শিশুকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।